বিনা মূল্যে চিকিৎসা শিবির ও ঔষধ বিতরণ অনুষ্ঠান
২৭ জানুয়ারী ২০২৪ ইং তারিখ রোজ শনিবার আশরাফুল ল্যাবরেটরীজ, আদদ্বীন চক্ষু হসপিটাল, যশোর এবং ব্যাচ ৮৯ হামিদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যশোর সহযোগীতায় রোটারী ক্লাব অব যশোর মিডসিটি আয়োজনে হামিদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যশোর ঠিকানায় ‘বিনা মূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন শিবির’ এবং ‘বিনা মূল্যে চিকিৎসা শিবির ও ঔষধ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফুল ল্যাবরেটরীজ এর ব্যবস্থাপনা পরিচালক এবং রোটারী ক্লাব অব যশোর মিডসিটি ২০১৭-১৮ প্রেসিডেন্ট রোটারিয়ান হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন, মেডিকেল অফিসার চিকিৎসক ফারজানা ইয়াসমিন ইতি, চিকিৎসক সজিব আল বান্না ও চিকিৎসক মনির হোসেন । এছাড়াও আদ-দ্বীন চক্ষু হসপিটাল ও রোটারী ক্লাব অব যশোর মিডসিটি-এর সম্মানিত ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।