নতুন ঔষধের শুভ সূচনা ও মাসিক বিক্রয় সম্মেলন
আশরাফুল ল্যাবরেটরীজ-এর উৎপাদিত নতুন ঔষধ ‘সিরাপ আশরিক্যান’ ও ‘সিরাপ প্যাকলোনা’ ল্যাঞ্চিং অনুষ্ঠান।
দক্ষিণবঙ্গের স্বনামধন্য ঔষধ উৎপাদন, ঔষধ বিপণন ও চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আশরাফুল ল্যাবরেটরীজ’-এ নতুন ঔষধ ‘সিরাপ আশরিক্যান’ ও ‘সিরাপ প্যাকলোনা’ ল্যাঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। ০৩ ডিসেম্বর-২০২৩ ইং তারিখ রোজ রবিবার অত্র প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ‘মাসিক বিক্রয় সম্মেলন’ অনুষ্ঠান এবং এই দুইটি ঔষধের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফুল ল্যাবরেটরীজ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন, আইন উপদেষ্টা জনাব অ্যাড. খোন্দকার আতিয়ার রহমান, মেডিকেল অফিসার ডা: বিদ্যুৎ কুমার বিশ্বাস, ডা: ফারজানা ইয়াসমিন ইতি, সহকারী মেডিকেল অফিসার হাকীম মোঃ হাসানুজ্জামান পাটোয়ারী, উৎপাদন কর্মকর্তা ডা: সজিব আল বান্না, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: আলী রেজা রাজু, ব্রাঞ্চ ম্যানেজার মো: নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।