Become a Dealer

আশরাফুল ল্যাবরেটরীজ-এ সদস্য হওয়ার নিয়মাবলী

আশরাফুল ল্যাবরেটরীজ বাংলাদেশের একটি স্বনামধন্য ইউনানী ঔষধ উৎপাদন, ঔষধ বিপণন ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৪ বছর যাবত সুনামের সাথে মানুষের সেবায় পরিচালিত হচ্ছে। কোম্পানী নিজস্ব ফ্যাক্টরিতে বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের আইনানুযায়ী আধুনিক মেশিনারীজ, উন্নত কাঁচামাল, দক্ষ কেমিষ্ট ও ইউনানী বিশেষজ্ঞ দ্বারা গুণমানসম্মত ঔষধ উৎপাদন করে। আমাদের প্রত্যেকটি ঔষধের মোড়কে ডি.এ.আর নং এবং উৎপাদন লাইসেন্স নং উল্লেখ করা রয়েছে। বাজার সম্প্রসারণের লক্ষ্যে সারা বাংলাদেশে (শুন্য স্থানে) ডিলার নিয়োগ করা হবে।

ডিলার হিসাবে ব্যবসার জন্য আবেদন করতে পারবেন। নিম্নোক্ত নথিপত্রাদি সংযুক্ত করতে হবে :
সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গীন ছবি।
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

ডিলার নেয়ার সুযোগ সুবিধা :
ফ্লাট রেটে ঔষধ দেওয়া হয়।
ট্রান্সপোর্ট খরচ কোম্পানী বহন করবে।
ডেলিভারির সময় ঔষধ নষ্ট হলে ডেমারেজ কোম্পানী বহন করবে।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোম্পানী ফেরত নিয়ে নতুন ঔষধ প্রদান করবে। তবে ঔষধের মেয়াদ উত্তীর্ণের ০৬ (ছয়) মাস পূর্বে কোম্পানীকে অবহিত করতে হবে এবং ঔষধ কোম্পানীতে পাঠিয়ে দিতে হবে। অন্যথায়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ পরবর্তীতে গ্রহণ করা হবে না।
একটি থানায় একজনের বেশি ডিলার নিয়োগ দেওয়া হয় না।
প্রোডাক্ট লিষ্ট, ইনভয়েজ বুক, আইডি কার্ড ও গিফট আইটেম কোম্পানী থেকে দেওয়া হবে।
মাসিক ও বাৎসরিক সেলস্ ইনসেন্টিভ দেওয়া হবে।
সারা বাংলাদেশে এক রেট। তাই কোন ঔষধ আন্ডাররেটে নেই।
লেনদেন ভাল হলে ০৩ (তিন) মাস পর প্রয়োজনে ক্রেডিট সুবিধা দেওয়া হবে।
আপনার সামর্থ্য অনুযায়ী অল্প পুঁজি দিয়ে ডিলারশীপ ব্যবসা শুরু করতে পারবেন।
ডিলার পয়েন্টে কোম্পানীর নিয়োগপ্রাপ্ত অভিজ্ঞ রেজিষ্টার্ড চিকিৎসক প্রেসক্রিপশন করবেন এবং বেতন ভাতাদি কোম্পানী বহন করবেন।

Feel free to contact with us

Head Office Information

Head Office

+8801716-002993

Head Office Address

Chanchra, Kotwali, Jashore-7400

Office Email Address

ashrafullaboratories.jess@gmail.com

ডিলারশীপ নিতে নিচের Call Now বাটনে ক্লিক করুন। আপনার সিভি পাঠাতে নিচের বাটনে ক্লিক করুন।